খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : সিরিয়ার সরকারি বাহিনীর শক্তিশালী ঘাঁটি লাটাকিয়া প্রদেশের উত্তরে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়। খবর- বাসস।
ব্রিটিশভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আব্দেল রাহমান বলেন, ‘সোমবার বিকেলে জাবাল আল-আক্রাদ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছে। তবে বেসামরিক নাগরিকের সংখ্যা কত তা জানা যায়নি।’ তিনি জানান, নিহতদের মধ্যে এক বিদ্রোহী কমান্ডার ও বিদ্রোহী পরিবারের যোদ্ধারা রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, লাটাকিয়া প্রদেশ সরকারের শক্তিশালী ঘাঁটি হলেও জাবাল আল-আক্রাদ অঞ্চলে মধ্য ও কট্টর ইসলামপন্থী যোদ্ধাসহ বিরোধী বাহিনীর অবস্থান। এ প্রদেশে আসাদের পিতৃপুরুষের ভিটাবাড়ি রয়েছে।