Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে 51(ডিএসই) সবচেয়ে বেশী দর হারিয়েছে সাইফ পাওয়ারটেক। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২০.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে গড়ে প্রতিদিন সাইফ পাওয়ারটেকের ৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের শীর্ষে থাকা অন্য ইস্যুগুলোর মধ্যে- তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের ১৫.৭৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩.৪৬ শতাংশ, রহিমা ফুডের ১৩.৩১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১০.৯৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.২৭ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭.০৬ শতাংশ, মুন্নু সিরামিকের ৬.৯৮ শতাংশ এবং ইমাম বাটনের ৬.৯২ শতাংশ দর কমেছে।