খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫:বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘অসৎ উদ্দেশ্যে দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে এক-এগারো সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে তাকে এই সাজা দেওয়া হয়েছে।’বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তবে খোকা উচ্চ আদালতে ওই মামলা থেকে খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বিবৃতিতে নোমান বলেন, ‘সাদেক হোসেন খোকা আদালতের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে সাজা দেওয়া হয়েছে। অথচ এক-এগারো সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা হাজার হাজার মামলা একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছে সরকার।’