Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 79মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী এডভোকেট শিশির মনিরের বাসায় পুলিশ সদস্যরা গিয়েছে। বৃহস্পতিবর সন্ধ্যা ৭টার পর একটি ক্ষুদে বার্তার মাধ্যমে এডভোকেট শিশির মনির জানিয়েছেন যে, তার মোহাম্মদপুরের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গিয়েছে। এরপর শিশির মনিরের মোবাইলে ফোন করলে তিনি জানান, এই মুহূর্তে আমি কথা বলতে পারছি না। মেসেজে আমি বাসার ঠিকানা দিয়েছি। এ বিষয়ে জানতে মোহাম্মদ থানায় যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।