খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: জেলার মুরাদনগর উপজেলার ডালপাড় গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রীর ২ কান কেটেছে স্বামী। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত জালাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তানজীনার চাচা বাদশা মিয়া বাদী হয়ে তানজীনার স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানান, গত ৫ বছর আগে মুরাদনগর উপজেলার ফুলঘর গ্রামের মৃত মোতালেব হোসেনের মেয়ে তানজিনা আক্তারের সাথে ডালপা গ্রামের কামাল মুন্সীর ছেলে জালাল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তানজিনার উপর একাধিকবার নির্যাতন চালায় তার স্বামী। যৌতুক না পেয়ে গত মঙ্গলবার রাত ১২টায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর হাত-পা বেঁধে ২ কান কেটে দেয জালাল। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। প্রধান আসামি জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। অপর আসামিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।