Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আজকের শিশুদের শৈশব বলতে কিছু নেই। কারণ শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। ফলে শিশুরা আনন্দ ও উৎসব ব্যতীত গড়ে উঠছে। আর এর বড় কারণ হচ্ছে, শিশুদের চার দেওয়ালের মাঝে বন্দী রাখা হয়েছে। যার ফলে তারা কম্পিউটার গেম ছাড়া আর কিছু বুঝে না।
আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৫’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
রাশেদ খান মেনন বলেন, সংস্কৃতির মধ্যে থাকলে শিশুদের মন মধুময় এবং বিকাশ ঘটতে সহযোগিতা করে। কিন্তু আজ আমাদের শিশুদের মাঝ থেকে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।
বাংলাদেশের সংস্কৃতি ফিরে আনার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিজেদের ঘর থেকে শুরু করেছেন। এই জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। তবে এটা শুধু ঘরের ভিতর না রেখে গ্রাম-অঞ্চলে ছড়িয়ে দিতে হবে আপনাদেরকেই।
ডিআরইউ ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৫’ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের ছেলে-মেয়েদেরকে নিয়ে তিনটি বিভাগের প্রতিযোগিতায় আয়োজন করা হয়। চিত্রাঙ্কান, আবৃত্তি ও সঙ্গীত এই তিনটি বিভাগে ৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৫’র প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের (মোট ২৭ জন) হাতে ক্রেস্ট তুলে দেন রাশেদ খান মেনন।
এসময় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পুরস্কার অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ প্রমুখ।
এরআগে সকাল পৌনে ১১ টায় ডিআরইউ ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৫’ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী হাসেম খান।