Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : নাশকতা সৃষ্টির অভিযোগে বান্দরবানে গ্রেপ্তার হওয়া 58জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৪২ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, শনিবার বিকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু হানিফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, সকালে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। “শুক্রবার দুপুরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করার সময় শহরের কেন্দ্রীয় মসজিদ ভবনের তৃতীয় তলায় একটি পাঠাগার থেকে জামায়াত-শিবিরের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।” এদের মধ্যে রয়েছেন- শিবিরের জেলা সভাপতি ইমরানুল হক, জামায়াতের রুকন রেজাউল করিম, বান্দরবান পৌর জামায়াতের নেতা আবদুল হামিদ, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম আনসারী, চট্টগ্রামের অলি আহম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হানিফ হাসান ও চট্টগ্রামের জামায়াত নেতা মোরশেদ আলম।