Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে এক ‘মাতাল নারী চালকের’ 28গাড়ির চাপায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। আাহত হয়েছে অন্তত ৪৪ জন। শনিবার ওকলাহোমার এক বিশ্ববিদ্যিালয় প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
খবরে বলা হয়, এ ঘটনায় ২৫ বছর বয়সী মাতাল ওই নারী চালাককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় অনেকের দেহ ক্ষতবিক্ষত হয়েছে।
পুলিশ জানায়, বিগত ৩০ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে এটা সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা।
প্রাথমিক প্রতিবেদনে ৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে হাসপাতালে নেয়ার পর ২ বছর বয়সী ১ শিশুর মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় আহত আরও ৫ শিশু এবং ৩ জন বয়স্ক লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে আসন্ন অ্যালামনাই উপলক্ষে কুচকাওয়াজ মহড়া চলছিল। এসময় একটি দ্রুতগতির ধূসর রংয়ের হুন্দাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উঠে আসে এবং কুচকাওয়াজ মহড়া দেখতে থাকা দর্শকদের ওপর আঘাত হানে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।