Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: বিদেশি হত্যার’ মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা 54জিয়া ‘নতুন ষড়যন্ত্র’ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া চলতি বছরের শুরুতে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে নিজের পতন ঘটিয়ে লন্ডনে গিয়েছেন। আর ওখানে বসে আন্তর্জাতিকভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নতুন খেলায় মেতে উঠেছেন। তার মদদেই বিদেশি হত্যা হয়েছে। আর শিয়াদের তাজিয়া মছিলে হামলাও খালেদা জিযার ষড়যন্ত্রের অংশ।”
রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের পূর্বে বোমা হামলার প্রতিবাদে স্বাধীনতা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
বিশ্বের অন্যান্য দেশে শিয়াদের উপর হামলার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “অন্যান্য দেশেও শিয়াদের উপর হামলা হচ্ছে। বিএনপি জোটের জামায়েতে ইসলামও শিয়াদের বিরুদ্ধে কথা বলেছিল। আর এই হামলা তারই অংশ।
“আর বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠীর আশ্রয়স্থল বেগম খালেদা জিয়ার আঁচলের তলায়।”
স্বাধীনতা পরিষদের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদদের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এমএ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।