খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: ইন্দোনেশিয়ার সালাওয়েসি দ্বীপের একটি পান্থশালায় (বার) আগুন লাগায় সময়মতো বের হতে না পেরে দমবন্ধ হয়ে মারা গেছেন ১২ জন। রবিবার দেশটির কারাওকে বারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনতলা ভবনের দ্বিতীয়তলায় রবিবার দুপুরে হঠাৎ আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে রুমের ভেতরে আটকেপড়ে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেন ১২ জন। নিহতদের মধ্যে সাত পুরুষ ও পাঁচ নারী রয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় আরও ৩২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার ব্যাপারে মানাদো সিটির পুলিশপ্রধান কর্নেল রিও পারমানা বলেন, ‘বারে যারা নিহত হয়েছেন তারা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। তবে আগুনে নয়, ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মারা গেছেন তারা। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এর কারণ এখনো জানা যায়নি।