Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: নোয়াখালীর সেনবাগে দুই শালিকাকে নিয়ে উধাও হয়েছে দুই 75দুলা ভাই। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রোববার সকালে সেনবাগ পৌর এলাকার বাবুপুর গ্রামের হাবীব উল্যা চৌধুরী বাড়ির ওবায়দুল হক ওহিদের পুত্র ওসমান গনি ২ সন্তান ও স্ত্রী পারুল আক্তার কে রেখে তার শালিকা শিরিন আক্তারকে নিয়ে পালিয়ে যায়। পারুল ও শিরিন কাদরা ইউপির উত্তর জয়নগর গ্রামের মমিনুল হকের মেয়ে। শিরিন মগুয়া এম,এ আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।
অপরদিকে রোববার বিকালে কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের গোলাম মোস্তফার পুত্র বেলাল হোসেন এক সন্তান ও স্ত্রী সিমা আক্তারকে রেখে শালিকা রিমা আক্তারকে নিয়ে পালিয়ে যায়। রিমা দাগনভূঞা উপজেলার বাতশিরি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও দাগনভূঞা উপজেলার চুন্দারপুর গ্রামের আবদুল কুদ্দসের মেয়ে। এক দিনের ব্যবধানে দুই শালিকে নিয়ে দুই দুলা ভাই উধাও হয়ে যাওয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেউ থানায় এখনো অভিযোগ দেয়নি।