Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

sok.................................খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: আজ সকালে মটর সাইকেল দুরঘটনায় আহত হয়ে খুলনা আড়াইশোবেড হাসপাতালে চিকিতসাধিন অবস্থায় সন্দ্যা ৭.১৫মিনিটেপিরোজপুর ছাত্রদলের যুগ্মু আহবায়ক রেজাউল করিম ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহী…….রাজিউন) তার বিদেহী আত্নার   মাগফেরাত কামনাকরছি।পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল,সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ও থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন নাছির মল্লিক , সাধারন সম্পাদক গাজী ওহিদুজ্জামান লাভলু ও জেলা বিএনপির সদস্য মোঃজহিরুল ইসলাম কলিম ও সকল অঙ্গসংগঠনের নেত্রীবিন্দ গভির শোক প্রকাশ করেন এবং তার বিদায়ী আত্মার  মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারে সাথে সমবেদনা জানান।