খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড হামলা ও বিদেশী নাগরিক হত্যাকাণ্ড- সবই একসূত্রে গাঁথা। এ রহস্য উন্মোচন করা সময়ের ব্যাপার মাত্র। তখন তা পানির মত পরিষ্কার হবে ‘কে বড় ভাই’।
বাংলাদেশ সচিবালয়ে শ্রীলংকান নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাশেকারার সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ করে ব্যর্থ হয়ে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি কালে বোমা হামলা ও বিদেশী নাগরিক হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তাদের সে চেষ্টা সফল হবে না।
তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বোমা হামলা ও বিদেশী নাগরিক হত্যার ঘটনার রহস্য উন্মোচন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অনেক কষ্ট করে তারা প্রকৃত হোতাদের খুঁজে বের করছে। এ জন্য তাদেরকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, অপরাধীরা ধরা পরেছে। অতিশিগরই প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। ১৬ কোটি মানুষের দেশে বিদেশী নাগরিক হত্যার মতো দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। পৃথিবীর অনেক উন্নত দেশেই এ ধরনের হত্যাকান্ড ঘটে থাকে। এজন্য সতর্কতা জারি করা হয় না।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে।