খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : নানা অপপ্রচার ও গুজবের কারণে সৌদি আরবে নারী কর্মী পাঠানো যাচ্ছে না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এমন বক্তব্য দিয়ে বলেছেন, সৌদি আরবে নারী কর্মীদের নিয়ে মিথ্য রটনা করা হয়েছে। যার কারণে এখন সৌদি আরবে নারী কর্মীরা যেতে চাইছে না।
বলা হচ্ছে অনেক নারী কর্মী অসুস্থ হওয়ার পরও দেশে সৌদি আরব থেকে আসতে পারছে না। কিছু লোক বিশেষ করে ধর্মান্ধ গোষ্ঠী ও মিডিয়া প্রচার করেছে সেখানে নারীদের ওপর নানা ধরনের নির্যাতন করা হচ্ছে।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এমন তথ্য তুলে ধরেছে মন্ত্রণালয়।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সদস্য মো. আয়েন উদ্দিন সাংবাদিকদের এসব বক্তব্য তুলে ধরেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে সদস্য মো. ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহফুজুর রহমান, “িারুল আলম এবং মো. আয়েন উদ্দিন অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে অংশ নেন।
গত ১০ ফেব্র“য়ারি ৮০০ রিয়াল বেতনে বাংলাদেশ থেকে ১ লক্ষ ২০ হাজার গৃহকর্মী নেয়ার ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে একটি চুক্তি সই হয়।
সম্প্রতি সংবাদমাধ্যম সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অধিকাংশ বাংলাদেশি নারী শ্রমিক সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী নন। এর কারণ হিসেবে সৌদি গেজেট উল্লেখ করে, বাংলাদেশি নারী গৃহকর্মীরা সৌদি আরবের আচার, সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না।
বৈঠকে আরও জানানো হয়, বৈদেশিক কর্মসংস্থান নীতি-২০১৫ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই নীতিতে রিক্রুটিং এজেন্সিগুলোর আচরণবিধি এবং শ্রেণীকরণের বিষয়টিও পরীক্ষাধীন আছে।
বৈঠকে জানানো হয়, নীতিমালার মাধ্যমে এজেন্সিগুলোকে নজরদারির মধ্যে এনে অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।