Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে রংপুর রাইডার্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জানা গিয়েছিল রংপুর রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের সাবেক কোচ শেন জার্গেনসেন। এবার জানা গেল রফিক বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। গেল ১৩ বছর ধরে মোহাম্মদ রফিক বাংলাদেশ দলের লেফট-আর্ম স্পিনার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
রংপুর রাইডার্স অকশনে বাজিমাত করেছে। তারা দলে পেয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তার সঙ্গে আছেন আরাফাত সানী, সাকলাইন সজীব ও মুরাদ খান। মোহাম্মদ রফিকের তত্ত্বাবধানে নিঃসন্দেহে রংপুর রাইডার্সের বোলিং লাইনআপ আরো বেশি ধারালো হবে। মোহাম্মদ রফিক অবশ্য বিপিএলের আগের দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের বোলিং কোচ ছিলেন।
বাংলাদেশ দলের খ্যাতিমান এই তারকা ৩৩টি টেস্ট ও ১২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। খেলেছিলেন একটি টি-টোয়েন্টি ম্যাচও। কিংবদন্তি এই তারকা টেস্টে ১০০ ও ওয়ানডেতে ১২৫ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ব্যাট হাতে তিনি টেস্টে ১ হাজার ৫৯ রান ও একদিনের ম্যাচে ১ হাজার ১৯১ রান করেন।