খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : দুই ম্যাচের বেশি নিষেধাজ্ঞা না পাওয়ায় রিয়াল মাদ্রিদের বিপে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন বার্সেলোনার ডিফেন্ডার হ্যাভিয়ের মাসচেরানো।
সহকারী রেফারিকে অপমান করার জন্য স্পেনের ফুটবল কর্তৃপ বুধবার মাসচেরানোকে লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে।
স্পেনের লা লিগায় গত রোববার এইবারের বিপে বার্সেলোনার ৩-১ গোলে জেতা ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাসচেরানো। পরে রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন, রেফারিকে উদ্দেশ করে ‘বাজে মন্তব্য’ করেছিলেন আর্জেন্টিনার এই খেলোয়াড়।
ধারণা করা হচ্ছিল, চার ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন মাসচেরানো। আর তা হলে রিয়াল মাদ্রিদের বিপে খেলা হতো না তার।
এই নিষেধাজ্ঞার কারণে লা লিগায় বার্সেলোনার হয়ে গেতাফে ও ভিয়ারিয়ালের বিপে খেলতে পারবেন না মাসচেরানো।
২১ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।