খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি হুমায়ূন কবীর হীরা।
বুধবার সন্ধ্যার পর রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউর আলমের আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম।
ওসি জাহিদুল ইসলাম জানান, তিন দফা জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হীরাকে আদালতে হাজির করা হয়।
গত ৩ অক্টোবর সকালে রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে আলুটারি গ্রামে রিকশায় করে যাওয়ার সময় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী কুনিও হোশি।
ঘটনার পর রংপুর শহরের নুরপুরের বাড়ি থেকে হীরাকে আটক করা হয়। তাকে এই হত্যা মামলায় আসামি দেখিয়ে ৫ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেয় পুলিশ।
এরপর ১৪ অক্টোবর পাঁচদিন ও সবশেষ ১৯ অক্টোবর কোতায়ালি থানার একটি হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।