Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: লন্ডনের কোন কোন অংশে যক্ষার প্রকোপ ইরাক বা 10রুয়ান্ডার চেয়েও বেশি। লন্ডন এসেম্বলির এক রিপোর্টে এই দাবি করে বলা হচ্ছে লন্ডনের গৃহহীন, মাদকাসক্ত, শরণার্থী এবং অভিবাসী মানুষরাই বেশি যক্ষার ঝুঁকিতে আছেন। খবর – বিবিসি’র।
লন্ডন এসেম্বলির এই রিপোর্টে বলা হয়, লন্ডনের এক তৃতীয়াংশ এলাকায় প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৪০ জনের বেশি যক্ষায় আক্রান্ত। আবার লন্ডনের ব্রেন্ট, ইলিং, হ্যারো, হাউন্সলো এবং নিউহ্যামের মত জায়গায় এই হার অনেক বেশি। প্রতি এক লক্ষের মধ্যে সেখানে যক্ষায় আক্রান্ত মানুষের সংখ্যা দেড়শোর বেশি।
লন্ডনের সব কাউন্সিলেই যক্ষা প্রতিরোধে সব শিশুকে বিসিজি টিকা দেয়ার কথা থাকলেও ২৪টির মধ্যে আটটি কাউন্সিলে তা করা হয় না। এর মধ্যে নিউহ্যাম কাউন্সিলেই যক্ষার হার সবচেয়ে বেশি।
লন্ডনে যক্ষার হার বেড়ে যাওয়ার জন্য বিশেষজ্ঞরা এই নগরীর আবাসন সংকটকে দায়ী করছেন। এর সঙ্গে আছে অপুষ্টির সমস্যাও। লন্ডনে যারা যক্ষায় আক্রান্ত তাদের আশি শতাংশেরই জন্ম অন্য দেশে।লন্ডনের মেয়র বরিস জনসনের প্রতি যক্ষা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে লন্ডন এসেম্বলি।