Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিল ছোনাউটা 19গ্রামের মো. সবুর হাওলাদারের স্ত্রী বিউটি বেগম (৪০) স্বামী ও ৩ সন্তান রেখে মো. লিটন নামের এক যুবকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বামী সবুর হাওলাদার।
জানা যায়, বিউটির স্বামী মো. সবুর হাওলাদার (৪৫) দীর্ঘদিন চট্রগ্রামে চাকরি করায় সে মাঝে মধ্যে বাড়িতে আসে। সবুর বাড়িতে না থাকায় পার্শ্ববর্তী এলাকার মো. শাহজাহান জোমাদ্দারের মেয়ে শাহিনুরের স্বামী লিটনের সাথে বিউটির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সবুর প্রায় ২৫ বছর আগে বিয়ে করেন বিউটিকে। আর লিটনের বাড়ি উপজেলার বাশ বুনিয়া গ্রামে। তিনি শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন। সুযোগ পেয়ে পার্শ্ববর্তী সবুরের স্ত্রী বিউটির সাথে লিটন অনৈতিক সর্ম্পক গড়ে তোলে। লিটন ও বিউটির অবৈধ অনৈতিক সম্পর্ক বিউটির ছেলে মেয়ে এবং এলাকাবাসী জেনে ফেলে।
তবে ছেলে মেয়েরা মায়ের চরিত্র সম্পর্কে তার বাবাকে না বললেও এলাকাবাসী সবুর কর্মস্থল থেকে বাড়িতে আসা মাত্র তাকে ব্যাপারটা জানিয়ে দেয়। তখন ছেলে মেয়েরা চুপ না থেকে তার মায়ের অপকর্ম তার বাবাকে খুলে বললে তিনি উত্তেজিত হয়ে স্ত্রী বিউটিকে মারধর করে।
তবে মারধরের কারণে সে স্বামী ও ৩ সন্তানকে ফেলে রেখে প্রেমিকা লিটনের হাত ধরে পালিয়ে যায়। বিউটি ও তার প্রেমিক লিটন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মেবাইলে তার স্বামী সবুর ও ৩ সন্তানকে খুন করা হবে বলে হুমকি দেয়। নিখোঁজ স্ত্রী বিউটিকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে কাঠালিয়া থানায় সোমবার একটি সাধারণ ডায়েরি করেন স্বামী সবুর হাওলাদার।