খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫:নরসিংদী প্রতিনিধি।।নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ১৪১ কিলোওয়াট পাওয়ারের একটি মিনিগ্রিড প্লান্ট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। এতে ওই এলাকার অবহেলিত মানুষেরা সহজেই বিদ্যুৎ সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে এবং ছয় শতাধিক পরিবার ইতোমধ্যে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বেসরকারি সংস্থা সৌরবাংলা লিমিটেডের তত্বাবধানে এবং জাপান সরকারের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ প্রজেক্টটি উদ্বোধন করেন,বাংলাদেশে নিয়োজিত ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ।
উদ্বোধনকালে ড. থমাস বলেন, ‘আমি এই এলাকায় দ্বিতীয়বারের মতো আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই বিদ্যুৎ প্লান্টের মাধ্যমে এই এলাকার মানুষ উপকৃত হবে বলে মনে করি।’ তিনি আরো বলেন, ‘জার্মানির তুলনায় বাংলাদেশে সূর্যের আলো অনেক বেশি এবং এই সূর্যেরআলোকে কাজে লাগিয়ে আগামী ২০৫০ সালের মধ্যে এদেশের অর্ধেক লোক সৌরবিদ্যুতের সুবিধা নিতে পারবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের প্রায় ৮ লাখ মানুষ ইতোমধ্যে সৌরবিদ্যুতের সুবিধা পাচ্ছে যেখানে জার্মান দেশ সহযোগিতা করে আসছে।’উদ্বোধনী বক্তব্যের আগে ড. থমাস এবং তার সফরসঙ্গীরা এই প্রজেক্ট এলাকার বিভিন্ন দিক পরিদর্শন করেন।সৌরবাংলা লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, নরসিংদীর রায়পুরা এলাকার প্রায় ছয় শতাধিক পরিবার এই প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এছাড়া, বাংলাদেশে ইতোমধ্যে অনুরূপ ১৬ টি মিনিগ্রিড প্রকল্পে অর্থায়ন করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড(ইডকল) এবং ২০১৮ সাল নাগাদ আরও ৫০ টি মিনিগ্রিড চালুর পরিকল্পনা রয়েছে।
খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫:নরসিংদী প্রতিনিধি