Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: চেহারা ফ্রেশ রাখা বা ত্বক উজ্জ্বলতার জন্য ফেয়ার 73এন্ড লাভলি বা এজাতীয় উপাদান ছাড়াও কিছু উপাদান আছে। যা একেবারেই প্রাকৃতিক। নেই ত্বক ঝলসানোর মতো ক্ষতিকর পদার্থ। হ্যাঁ এমনই এক উপাদান হলদি।
তরকারির স্বাদ বাড়ানোর এই মশলায় ত্বক পরিচর্যার বিষয়টি আমাদের দেশে অপরিচিত হলেও বাইরে তা নয়। উপমহাদেশের অন্যান্য দেশে বেশ চলে। বরং বাজারের প্রচলিত প্রোডাক্টগুলোর চেয়ে এটি বেশি উপকারী। এর জন্য আপনাকে দুটি খুব সহজ জিনিস যোগার করতে হবে।
১) হলুদ গুড়া (দুই চা চামচ)
২) পরিষ্কার পানি (পরিমাণমতো)
দুটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে নিন। পেস্টের মতো যেন হলুদগুড়ো আর পানি যেন মিশে যায়। এরপর চেহারায় মাখুন। এভাবে ২০ মিনিট থাকুন। এরপর ঠা-া পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। ব্যাস আপনার কাজ শেষ। এরচেয়ে আরেকটু উজ্জ্বলতা চাইলে বাড়তি একটি কাজও করতে পারেন। ঠা-া পানি দিয়ে চেহারা ভালোভাবে ধোয়ার পর সামান্য আটা ও দুধে মেশানো পেস্ট লাগান। ১৫ মিনিট রেখে হালকা গরম নিম পানিতে ধুয়ে ফেলুন। ত্বকের রঙে উজ্জ্বলতা আসবে।