Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : দলিয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন করতে হলে কয়েকদিনের মধ্যে অধ্যাদেশ হাতে না পেলে আগের নিয়মে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, “আমরা কিছু কাজ এগিয়ে রেখেছি। কিন্তু দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে হলে কয়েকদিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। তা না হলে আগের মতোই নির্বাচন করতে হবে।”
ডিসেম্বরের মধ্যে কিছু পৌরসভার নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় ‘পেছানোর’ কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
কাজী রকিব বলেন, “স্বল্প নোটিশে ভোট আয়োজনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। যেহেতু জেনেছি সরকার অধ্যাদেশ করবে, সেজন্য বিধিমালা সংক্রান্ত কিছু কাজ এগিয়ে রেখেছি আমরা। যাতে অধ্যাদেশ হাতে পেলেই কুইকলি তা জারি করা যায়।”
সিইসি বলেন, “কয়েকদিনের মধ্যে অধ্যাদেশ হলে আমাদের অসুবিধা হবে না। তাড়াতাড়ি করে যেন নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা করা যায় সে প্রস্তুতি রয়েছে। তবে দেরি হলে কি করা যায় দেখা যাক। অধ্যাদেশ না হলে বিদ্যমান আইন মেনে নির্দলীয়ভাবে ভোট করতে হবে।”
তবে দলভিত্তিক স্থানীয় নির্বাচন করতে হলে অধ্যাদেশ জারিতে দেরি হলে তাদের ‘বিকল্প’ ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।
ডিসেম্বরের মধ্যে পৌর নির্বাচনের বাধ্যবাধকতার কথাও এসময় জানান তিনি।
দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন করতে রোববারের মধ্যে সংশোধিত অধ্যাদেশ জারি করা হবে বলে ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন।
গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় স্থানীয় সরকার আইন সংশোধন অনুমোদন হলেও ধরে অধ্যাদেশ জারি হয় নি। সেক্ষেত্রে দলীয়ভাবে পৌরসভা ভোটের জন্য অধ্যাদেশের অপেক্ষার কথা জানিয়ে ছিলেন সিইসি।
আজকের সভায় আরোও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, উপসচিব মাহফুজা আখতার, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।