খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : রব্লগার-লেখক এবং প্রকাশক হত্যা সবই একই সুত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান রবিরার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
শাহজাহান খান বলেন, আগামীকাল সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের রায়কে বানচাল করার জন্য লেখক প্রকাশকদের হত্যা করা হচ্ছে। এরই সুত্র ধরে গতকাল শনিবার লালমাটিয়ার শুদ্ধস্বরের প্রেসে হামলা ও এর প্রকাশককে হত্যা করা হয়।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন টিআইবি, এমিনেষ্ট ইন্টরন্যাশনাল বিদেশে বসে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে মন্তব্য করে এ মন্ত্রী বলেন, টিআইবি যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে কোথাও সভা-সমাবেশ করে তাহলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তাদের প্রতিহত করবে।
বিএনপি-জামায়তের কাছ থেকে কত টাকা পেয়েছেন প্রশ্ন করে তিনি বলেন, আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে বসে মনগড়া প্রতিবেদন প্রকাশ করে দেশে অস্তিতিশীল অবস্থার সৃষ্টি করলে জনগণ তা প্রতিহত করবে। শীগ্রই জাতির সামনে আপনাদের আসল চেহারা উন্মোচন করা হবে।
ভাইস চেয়ারমান ইসমত আরা গামার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন পাটির চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া। যুম্ন সাধাররণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহিলা নেত্রী সেলিনা হোসেন প্রমুখ ।