খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : জিনস ও টি-শার্ট পরেছিলেন স্ত্রী। অভিযোগ, সেই রাগে স্ত্রীকে খুন করল পুনের এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম রঞ্জিত নিষাদ। ঘটনার পর থেকে সে পলাতক বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় বেশ কিছূ গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
ঘটনাটি ঘটেছে পুনের গুলটেকাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, জিনস ও টি-শার্ট পরা নিয়ে বেশ কিছুদিন ধরেই স্বামী, স্ত্রীর মধ্যে বচসা চলছিল। শুক্রবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ায় এলাকায়। এরপর খবর পেয়ে বাড়ি থেকে পূজা নামে ওই বধূর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে সোয়ারগেট থানার পুলিশ। স্ত্রীকে খুন করে বাড়িতে তালা দিয়ে ২৪ বছরের রঞ্জিত পালিয়েছে বলে মনে করছে পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে।