খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
কামরুল হাসান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বান্দিগড় হঠাৎ পাড়ায় পল্লী বিদ্যুৎ এর নতুন সংযোগের উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে বেগুন বাড়ি ইউনিয়নের বান্দিগড় হঠাৎ পাড়ায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই নতুন সংযোগের ফলে ৩০ বাড়ি বিদুৎ সুবিধা পাবে।
সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বেগুন বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বনি আমিন প্রমুখ।