খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলা বাতিল করে হাই কোর্টের দেওয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফাইল ছবি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফাইল ছবি হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ আদেশের ফলে বিচারিক আদালতে ওই মামলার কার্যক্রম চলবে।
তিনি বলেন, অভিযোগ গঠনের পর এখন মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১ এ সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
২০০৭ সালের ১৯ এপ্রিল নয় কোটি ১৩ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে আদাবর থানায় দুদুর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ওই বছরের ১৯ জুলাই অভিযোগপত্র দেয় দুদক।
এই মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন দুলু। আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১৮ জুলাই হাই কোর্ট মামলা বাতিলের রায় দেয়।
এই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৮ ডিসেম্বর লিভ টু আপিল করে দুদক, যার শুনানি নিয়ে সোমবার আদেশ দিল আদালত।
আদালতে দুলুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ফজলুর রহমান।