Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: যে দোকানের দখল নিয়ে যুবলীগ-ছাত্রলীগের দু’গ্র“পে সংঘর্ষ হয়েছে শেষমেশ সেই দোকানই উচ্ছেদ হলো। সোমবার নগরীর নাসিরাবাদে কমপক্ষে ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে দোকানগুলো উচ্ছেদ করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-উত্তর) তারেক আহমেদ জানিয়েছেন, সংঘর্ষের পর সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা প্রায় ৩০টি দোকান উচ্ছেদ করে পুলিশ। ফুটপাতে অবৈধভাবে দোকানগুলো বসানো হয়েছিল। স্থানীয় সন্ত্রাসীরা সেখান থেকে চাঁদা আদায় করত।
এর আগে ফুটপাতের দোকান দখল নিয়ে শনিবার সন্ধ্যায় জিইসি মোড় থেকে নাসিরাবাদ সানমারের সামনে পর্যন্ত এলাকায় যুবলীগ এবং ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে তারা পরস্পরের দখলে থাকা ফুটপাতের প্রায় অর্ধশত দোকান ভাংচুর করে। উভয় গ্র“পের সশস্ত্র মহড়ায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
নগরীর ওমরগণি এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগ ও যুবলীগের দু’টি বিবদমান গ্র“প ফুটপাতের উপর অবৈধ দোকানগুলো বসিয়ে সেখান থেকে ভাড়া আদায় করে বলে অভিযোগ আছে। সংঘর্ষের ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়েরের পর সিএমপি কমিশনার সেগুলো উচ্ছেদের নির্দেশ দেন বলে জানান এডিসি-উত্তর তারেক আহমেদ।