Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: মাদার তেরেসা গবেষণা কেন্দ্র মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি 68হিসাবে মাদার তেরেসা স্মৃতি পুরস্কার ঘোষণা করেছে।
মাদার তেরেসা তার নিষ্ঠাবান কর্মকাণ্ডের জন্য শুধু আন্তর্জাতিকভাবেই স্বীকৃত নন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এছাড়া তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশের জনগণের সঙ্গে সব সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন।
মাদার তেরেসা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান গোলাম কাদের এ বছরের জন্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, রওশন আরা বাচ্চু (ভাষা আন্দোলন), নাসিমা বেগম ও ইকরাম আহমেদ (প্রশাসন), এস কে সুর চৌধুরী (ব্যাংকিং), প্রফেসর আবদুল মান্নান চৌধুরী ও ড. বীকিরণ বড়–য়া (শিক্ষা), ড. আবদুল মাজিদ (মানবিক সেবা), প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া (মুক্তিযোদ্ধা), শিল্পী আফরোজা জামিল কংকা (চারুকলা), ড. রতন সিদ্দিকী (নাটক), কবি প্রিন্সিপাল মোশাররফ হোসেন মামুন (কবিতা), মাহবুবা চৌধুরী ও শামীম আরা স্মৃতি (সাহিত্য), মো. আজহারুল ইসলাম (গবেষণা), ড. উত্তম কুমার বড়ুয়া (চিকিৎসা সেবা) এবং মো. আজিজুল ইসলাম (শিল্প)