Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: ইরানের প্রথম মহিলা পাইলট ফতেমেহ আজাদেহ। ২৬ বছর 73বয়সি এই নারীর জন্মস্থান ইরানের সিস্তান, বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে। অজদেহ বলেন, একজন নারী বিমান চালাবেন এ যেন মেনে নিতেই অনেকের কষ্ট হয়েছে। এজন্য অনেকের সমালোচনাও শোনতে হয়েছে। কিন্তু এসব সমালোচনায় কান দেই নি বলেই আজ আমি স্বপ্ন পূরণে সক্ষম হয়েছি। তবে মানুষের এ ধরনের মনোভাবে পরিবর্তন আসা উচিত বলেও মনে করেন তিনি।
অজদেহ ১৯ বছর বয়সে প্রথম বিমান চলাচল পরীক্ষায় অংশ নেন। এ পর্যন্ত তিনি ২০০ ঘন্টারও বেশি সময় বিমান চালিয়েছেন এবং শিগগিরই তিনি ইরানের প্রথম নারী পাইলট হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
অজদেহ বলেন, আমরা সৃষ্টির সেরা জীব হলেও আমাদের জীবন কিন্তু একটিই। তাই এক জীবনের লক্ষ্য ছোট থাকা উচিত নয়। যেকারণে নারী হওয়ার পরও আমি পাইলট হওয়ার লক্ষ্যকেই বেছে নেই।