খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান । যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার শহরে সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানকে উদ্দেশ করে বলেন, ক্রিকেটে তো ভাল ছক্কা মেরেছেন। এবার দীর্ঘকালীন পার্টনারশীপ নিয়ে সেঞ্চুরি করতে পারলেই আপনি সফল। পরিবর্তন চাইলে নারীদের সম্মান করুন।
বুধবার রেহাম খানের বক্তব্যটি প্রকাশ করেছে পাকিস্তানের জিও নিউজ অনলাইন। রেহাম খান বলেন, একজন মহিলার ওপর কলঙ্ক দেওয়া উচিত নয়। নারীদের সম্পর্কে ভুল সংবাদ প্রকাশ হলেই তাদের ওপর নির্যাতন করা হয়। খবরকে তো শুধু খবর হিসাবেই নেওয়া উচিত।
তিনি বলেন, কারও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলা উচিত নয়। পাকিস্তানে নারীরা নিরাপত্তাহীনতায় শিকার। পরিবর্তন চাইলে নারীদের সম্মান করুন। সূত্র : জিও নিউজ