খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫:শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় ও অর্থনৈতিক সচেতনতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা জন্য সম্মাননা পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৫, শনিবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৪-১৫ পর্যালোচনা সভা ও স্বীকৃতি প্রদান’ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহি পরিচালক ম মাহফুজুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।