Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: রাজধানীর মগবাজারে হলমার্ক গ্রুপের দ্য ঢাকা ডাইং কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ধর্মঘট চলছে।
কারখানা ভবনের নয় তলায় প্রায় ৪শ শ্রমিক অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন কারখানাটির শ্রমিক ইসমাইল।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে।
ইসমাইল বলেন, দু’দিন আগে আমাদের কারখানা থেকে ১শ ৫২ জন শ্রমিককে কোনো নোটিশ ছাড়াই ছাটাই করা হয়। বুধবার ছাটাই করা হয়েছে আরও ছয়জন। আমরা ট্রেড ইউনিয়ন করতে চাই বলে কারখানায় এ ছাটাই চলছে। সকালে আমরা প্রতিবাদ করলে মালিকপক্ষের লোকজন আমাদের মারধর করেন। তখন কাজ বন্ধ করে পুরো কারখানার শ্রমিকরা নয় তলায় অবস্থান নিয়েছি।
এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে দুপুরের আগেই আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক সংহতি ফেডারেশনের ঢাকা মহানগর সভাপতি আলামিন আশরাফি।
তিনি বলেন, দ্য ঢাকা ডাইং কারখানাটি হলমার্ক গ্রুপের একটি কারখানা। তারা চান না এখানে ট্রেড ইউনিয়ন হোক। এজন্য তারা ট্রেড ইউনিয়ন আটকানোর জন্য নানা ফন্দি-ফিকির করেন। আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দিয়েছি। কিন্ত মালিকপক্ষ কোনোকিছু কানে না নিয়ে শ্রমিক ছাটাই শুরু করেছেন।
শ্রমিক ছাটাইয়ের বিষয়টি স্বীকার করেছেন কারখানার পরিচালক কে এম মাহতাব উদ্দিন।
তিনি বলেন, আমরা মোট ১শ ৫৬ জন শ্রমিককে কাজ কম থাকায় সাময়িক টার্মিনেট করেছি। তাদের চারমাসের অগ্রিম বেতনও দেওয়া হয়েছে। কারখানার শ্রমিকরা এ আন্দোলন করছেন না। বহিরাগতদের ইন্ধনে নির্দিষ্ট একটি চক্র ধর্মঘটের নামে অরাজকতা তৈরি করছে।