Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: বেশির ভাগ মেয়ে অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভোগেন। কোনো না কোনো বয়সে হয়তো আপনিও এই সমস্যায় পড়েছেন। জানেন কি কেনো আপনার এই সমস্যা হয়? জেনে নিন অনিয়মিত পিরিয়ডের কয়েকটি কারণ:-
অতিরিক্ত ডায়েট:- অতিরিক্ত ডায়েট করলে কিংবা হঠাৎ করেই অস্বাভাবিক ওজন কমে গেলে পিরিয়ডের সমস্যা হয়।
বিড়ম্বনা যখন ব্যায়াম:- অতিরিক্ত ব্যায়াম করলেও পিরিয়ডে দেরি হতে পারে।
থাইরয়েডের ভারসাম্যহীনতা:- থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় বেশিরভাগ মেয়ের পিরিয়ডের সমস্যা হয়।
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম:- পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটি হরমোনাল সমস্যা। শরীরের জরুরি ৩টি হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেসটোস্টেরন উৎপাদন কমে যাওয়ায় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের সমস্যা হয়। ফলে পিরিয়ড দেরিতে হয়।
স্ট্রেস:- অতিরিক্ত মানসিক চাপের কারণে পিরিয়ডে দেরি হয়।