খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
শনিবার (০৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পাপুয়া প্রদেশের এনারোতালি শহর থেকে ১৪৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫৬ দশমিক ১ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর খবর পাওয়া যায়নি। এমনকি কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।