খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সুখস্মৃতি শেষ সিরিজে ৫-০ ব্যবধানে জয়। কিন্তু আগের দুই সিরিজ কিন্তু জিতেছিল জিম্বাবুয়ে। আবার সফরে এসে জয়ের বাতাসে ফুরফুরে চিগাম্বুরারা। বাংলাদেশের ঝক্কি-ঝামেলা থাকছে র্যাঙ্কি নিয়ে। সঙ্গে পুরোপুরি ফিট নন বিশ্বাসের প্রতীক অধিনায়ক মাশরাফি। ইনজুরিতে সিরিজে নেই সৌম্য। সব মিলিয়ে একটু ব্যাকফুটে থেকে শনিবার সিরিজ শুরু করছে হাথুরুসিংহের শিষ্যরা। দিবা-রাত্রির ম্যাচ। শুরু হবে ১টায়। যদিও তা মানতে চাননি মুশফিক-সাকিবরা।
সিরিজের প্রথম ম্যাচ বলে কথা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনার পারদ তুঙ্গেই থাকছে। মাশরাফির কণ্ঠেও ছন্দপতনের ঝঙ্কার; বলেছেন, ‘আমি এখনো শতভাগ ফিট নই। পুরোপুরি সুস্থ হতে আমার আরও সময় লাগবে। তার পরও আমি শেষ পর্যন্ত ঝুঁকি নিতে চাই।’ ম্যাচ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। ফতুল্লায় বাংলাদেশ। অনুশীলন শেষে এলটন চিগাম্বুরাও কম যাননি; বলেছেন, ‘আমরা শুধু এখন প্রথম ওয়ানডে ম্যাচ নিয়েই ভাবছি। আমরা প্রমাণ করতে চাই; আগের দিন আমরা যা পেরেছি; তা আসলেই আমরা পারি।’
তবে আগের ইতিহাস থাকছে বাংলাদেশের পক্ষে। থাকছে পরিসংখ্যানও। ১৪ সিরিজের মধ্যে বাংলাদেশ এগিয়ে; জিতেছে ৮। জিম্বাবুয়ের ৬। বাংলাদেশ ওয়ানডেতে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করার পর এগিয়ে থাকছে সেখানেও। ওয়ানডে বিশ্ব পরিসংখ্যানেও দারুণ বাংলাদেশ। জয় বিবেচনায় রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরেই। উল্টো দিকে জিম্বাবুয়ে দেশে আফগানিস্তানের কাছে ওয়ানডে এবং টুয়েন্টি২০ সিরিজ হেরেছে। আর তলানীর দিক থেকে জিম্বাবুয়ের অবস্থান এখন তৃতীয়।
দল বিবেচনায়ও এগিয়ে বাংলাদেশ। দলের নানামুখী ব্যাটসম্যান-বোলার রয়েছে। একবারে ৮ নাম্বার পর্যন্ত ব্যাটিং লাইনআপ। বোলিংয়েও ৮ জন যেতে পারেন। টেইলরবিহীন জিম্বাবুয়ের একগুচ্ছ স্পিনারের ওপর ভরসা করতে হবে। সেখানেই শেষ কথা নয়। কারণ, ব্যাটিং লাইনআপও মন্দ নয়। মাসাকাদজা, চিবাবা, আরভিন ও উইলিয়ামসদের মতো অনেকেই ব্যাট ধরতে জানেন। এমনকি শেষ দিকের বোলার ক্রেমারও।
উইকেটের ওপর নির্ভর করে শেষ মুহূর্তে একাদশ নির্বাচন করবে বাংলাদেশ। এক্ষেত্রে আরও একজন স্পেশালিস্ট পেসারের সিদ্ধান্তটা টসের পর। মাশরাফির সঙ্গে মুস্তাফিজ থাকছেন, তা নিশ্চিত। থাকছেন স্পিনার আরাফাত সানিও। আরেকজন পেসার নেওয়ার ক্ষেত্রে ব্যাটসম্যানের মধ্যে কাউকে তুলে রাখতে হবে।
শুক্রবার সকালে দুই দলের অধিনায়ক আনুষ্ঠানিক কথা বলেছেন সংবাদ সম্মেলনে। কথার টেবিলে বসার আগে আসরের ট্রফি নিয়ে করেছেন ফটোসেশনও, যেখানে মাশরাফি অনেক কথাই বলেছেন। টানতে হয়েছে প্রস্তুতি ম্যাচের হারের গল্পও। তিনি বলেছেন, ‘ফুতুল্লায় আমাদের কাছে বিকল্প কোনো অফস্পিনার ছিল না, যে কারণে ইমরুলকে পর্যন্ত এক ওভার বোলিং করিয়েছি। তবে মূল সিরিজে তেমনটি হবে না। কারণ, সেখানে সাকিব, আল-আমিন, রিয়াদ ও নাসিরের মতো বোলারদের আমরা পাব।’ আর চিগাম্বুরা বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভাল। আশা করছি, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে।