Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথমটি আজ। মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
সৌম্য সরকারের ইনজুরিতে বাংলাদেশ স্কোয়াডে আসা ইমরুল কায়েসের তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামা অনেকটাই নিশ্চিত। লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে বড় স্কোর গড়তে না পারলেও তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগটা আবারও হয়তো পাবেন নিজেকে প্রমাণ কওে দেখানোর। বাংলাদেশ আট ব্যাটসম্যান নিয়ে খেললে পেসার আল-আমিনের একাদশে ফেরাটা আরেকটু দীর্ঘ হবে। অভিষেকটা দীর্ঘ হবে আরেক পেসার কামরুল ইসলাম রাব্বিরও। তবে সাত ব্যাটসম্যান নিয়ে খেললে ইমরুল অথবা লিটনের জায়গায় সুযোগ পেতে পারেন দুই পেসারের একজন। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. লিটন দাস
৪. মাহমুদউল্লাহ
৫. সাকিব আল হাসান
৬. মুশফিকুর রহিম
৭. সাব্বির রহমান
৮. নাসির হোসেন
৯. মাশরাফি মুর্তজা(অধিনায়ক)
১০. আরাফাত সানী ও
১১. মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে স্কোয়াডে একাধিক স্পিনার রয়েছে। তবে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড থেকে বোঝা যাচ্ছে ওয়ানডে ম্যাচে ওয়েলিংটন মাসাকাদজা ও জন নিয়ুম্বুর চেয়ে গ্রায়েম ক্রেমার এগিয়ে থাকবেন। পেস বোলারদের মধ্যে লুক জংউই ও তিনাশে পানিয়াঙ্গারা বোলিং আক্রমণের সূচনা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচমন্ড মুতুমবামি, তিনাশে পানিয়াঙ্গারা, শেন উইলিয়ামস।