Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।
শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।
প্রথমে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, শিরিন সুলতানা প্রমুখ।
এছাড়া আরও শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী পেশাজীবী দল, ছাত্রদল, তাঁতী দল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠন।