খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: ঝিনাইদহে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ১৭ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া বিভিন্ন মামলার আসামি আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, নাশকতার পরিকল্পনা রয়েছে এমন খবরে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
তিনি জানান, সদরে তিনজন, মহেশপুরে ছয়জন, কালীগঞ্জে চারজন, কোটচাঁদপুরে তিনজন ও হরিণাকুণ্ডুতে এক জামায়াতকর্মীকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন মামলার আসামিদের কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়ে তা জানাননি অতিরিক্ত পুলিশ সুপার।