Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: ভারতবর্ষ থেকে চুরি করা প্রায় ১২০০ কোটি টাকা মূল্যের হীরার কোহিনূর (মুকুট) ফেরতের দাবি জানিয়েছে ভারতীয় একটি দল। বলিউড তারকা ও ব্যবসায়ীদের সমন্বিত দলটি ব্রিটিশ সরকারের কাছ থেকে তা ফিরিয়ে আনতে আইনী লড়াই শুরু করতে যাচ্ছে। খবর ডেইলিমেইল ও ইন্ডিপেন্ডেন্টের।
বিশ্বের সবচেয়ে বড় হীরার অলঙ্কার কোহিনূরটির নামে নামকরণ করা ‘মাউন্টেন অব লাইট’ দলটি ইতোমধ্যে লন্ডন হাইকোর্টে মামলা দায়েরের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ উপনিবেশিক আমলে ১০৫ ক্যারেট হীরার ওই কোহিনূরটি চুরি করে নিয়ে যায় ব্রিটিশ শাসকরা। এ কারণে তারা যুক্তরাজ্য সরকারের কাছে ওই কোহিনূরটি ফেরত দেওয়ার দাবি জানিয়েছে।
১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জের স্ত্রী রাণী মাদার কোহিনূরটি পরেন। এরপর ১৯৫৩ সালে তা রাণী এলিজাবেথকে পরতে দেখা যায়।
মাউন্টেন অব লাইটের সদস্য ডেভিদ ডি সূজা বলেন, ‘ব্রিটিশ শাসনামলে তারা ভারতের সম্পদ চুরি ও চেতনা ধ্বংসের কাজে লিপ্ত ছিল।’
বলিউড তারকা ভূমিকা সিং বলেন, ‘কোহিনূর শুধু ১০৫ ক্যারেট হীরাই নয়; এটা আমাদের সংস্কৃতির অংশ। অবশ্যই এটা ফেরত দিতে হবে।’
কোহিনূর ইস্যুতে ভারতীয় দলটির পক্ষে কাজ করা ব্রিটিশ আইনজীবীরা জানান, যুক্তরাজ্যে বিদ্যমান সাংস্কৃতিক বস্তু ফেরত দেওয়ার আইন অনুযায়ী কোহিনূর ফেরত চাওয়া হবে।
ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দির থেকে কোহিনূরটি চুরি করা হয়। এটি দেবীর পরিধেয় ছিল বলে জ্ঞান করত ভক্তরা।
হীরাটি পূর্ণ অবস্থায় ৭৯৩ ক্যারেট ছিল। পরে তা কেটে ১০৫ ক্যারেট দিয়ে মাথার মুকুট তৈরি করা হয়।