খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: শুক্রবার বাজারে এসেছে ব্ল্যাকবেরি লিমিটেডের নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘প্রিভ’। ব্ল্যাকবেরির ইতিাহাসে প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ফিচারের দিক থেকে প্রশংসিত হলেও দাম নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
‘প্রিভ’-এর উপর অনেকাংশেই নির্ভর করছে ব্ল্যাকবেরির হার্ডওয়্যার ব্যবসার ভবিষ্যত—জানিয়েছে মার্কিন সংবাদসংস্থা সিএনএন।
প্রাথমিক পর্যায়ে স্মার্টফোনটি বিশেষজ্ঞদের কাছ থেকে ভাল-মন্দ দুই ধরনের মন্তব্যই অর্জন করেছে। ফিচারের দৃষ্টিকোণ থেকে প্রশংসিত হয়েছে স্মার্টফোনটি। প্রিভের অ্যান্ড্রয়েড অ্যাপগুলো যেন গ্রাহকদের ডেটা হাতিয়ে নিতে না পারে, সেজন্য ডিভাইসটিতে রয়েছে ব্ল্যাকবেরির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।
কিন্তু দামের দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে ফোনটি। মোবাইল ক্যারিয়ারের সঙ্গে কোনো প্রকারের চুক্তি ছাড়া ফোনটি কিনতে ক্রেতাদের যুক্তরাষ্ট্রে ৬৯৯ ডলার এবং কানাডায় ৮৯৯ কানাডিয়ান ডলার খরচ করতে হচ্ছে।
তারপরেও বিশ্লেষকরা আশাবাদী যে ‘প্রিভ’ স্মার্টফোনটি ব্ল্যাকবেরি হার্ডওয়্যার ব্যবসার মোড় ঘুরাতে সক্ষম হবে। প্রিভ প্রসঙ্গে বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান ট্রেফিস জানিয়েছে, যদি ৭০০ ডলার মূল্যের এই স্মার্টফোনটি বাজার ধরতে সক্ষম হয়, তাহলে স্মার্টফোন ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যেতে পারে এবং ব্ল্যাকবেরির হার্ডওয়্যার ব্যবসা ও ভবিষ্যত পণ্যের উপরেও তা প্রভাব ফেলতে পারে।
ব্ল্যাকবেরি ‘প্রিভ’ উন্মুক্ত করার পর শুক্রবার নাসডাক শেয়ার বাজারে ব্ল্যাকবেরির শেয়ারের দাম ৪.৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।