Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: সুপ্রিমকোর্ট বারের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার যদি মনে করে সকল বিরোধীদল কারাগারে গিয়ে হাজির হবেন।
মঙ্গলবার দুপুরে এই আইনজীবী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আদালতকে ব্যবহার করে সরকারও পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।আদালতে জামিন হওয়ার পরও নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। সরকার যদি মনে করে দেশে বিরোধী দল থাকবে না। সবাইকে কারাগারে রাখবেন। তাহলে ঢালাওভাবে আদেশ দিলে দেশের সকল বিরোধী নেতাকর্মী কারাগারে গিয়ে হাজির হবেন।
মাহবুব আরো বলেন, গাজীপুর সিটি কপোরেশনের মেয়র এম এ মান্নানকে একটি মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফ্তার করা হয়। এ মামলায় তাকে জামিন নেওয়ার পর এ পর্যন্ত ১৬টি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। আদালতে জামিন নেওয়ার পর তিনি মুক্তি পাবেন বলে আশা করেন।
কিন্তু মুক্তি পাওয়ার ঠিক আগ মুহুর্তে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সরকার যদি মনে করে তাকে মুক্তি না দিয়ে কারাগারে রাখবে; তাহলে আগেই ঢালাও ভাবে আদেশ দিয়ে দিতে পারে।