Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: হিমেল বাতাসে এখন শীতের আগমনী ছোঁয়া। তাই নড়ে চড়ে বসেছে স্মার্ট ফ্যাশন হান্টাররাও। অফিসে বা বন্ধুদের সামনে ফিটফাট ফ্যাশনে নিজেদের হাজির করতে বেছে নিচ্ছে লেটেস্ট ডিজাইনের পোশাক।
এই হালকা শীতে পরার উপযোগী ব্লেজার এনেছে রিচম্যান। সব বয়সের সব পেশার ফ্যাশন সচেতনদের জন্য ফরমাল এই পোশাকগুলো এনেছে প্রতিষ্ঠানটি।
রিচম্যানের পরিচালক ও প্রধান ডিজাইনার নাঈমুল হক খান বলেন, সবার কাছে তাদের সবচেয়ে প্রিয় পণ্যটি সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতেই প্রতিনিয়ত কাজ করছে রিচম্যান।
বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পাক, এলিফ্যান্টরোডসহ রিচম্যানের প্রতিটি শোরুমেই পেতে পারেন পছন্দের ব্লেজার।
ক্রেতাদের জন্য সুখবর হচ্ছে রিচম্যান, ইনফিনিটির অন্যান্য পোশাকের সঙ্গে ব্লেজারেও রয়েছে ৫০শতাংশ পর্যন্ত ছাড়।