খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: জার্মানির দক্ষিণাঞ্চলে বাভারিয়ার একটি বাড়িতে বৃহস্পতিবার বেশ কয়েকটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। জরুরি বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
শিশুরা কিভাবে মারা গেছে বা কতজন শিশুর মৃতদেহ পাওয়া গেছে সে সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি।
তবে স্থানীয় গণমাধ্যম জানায়, ওই বাড়িতে ২টি শিশু মারা গেছে। বাভারিয়ার উত্তরাঞ্চলীয় শহর বেরেউত পুলিশের এক নারী মুখপাত্রর কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
গত মে মাসে দুই শিশুকে হত্যার পর ফ্রিজারে লুকিয়ে রাখার দায়ে তাদের মাকে ৩ বছর ৮ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।