Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: ছুটি কাটতে ও মেয়ের বিয়ে উপলক্ষ্যে মেক্সিকোতে এসেছিলেন কানাডার এক দম্পতি। সেখানে এসে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছিলেন তারা।
অবকাশযাপন বেশ ভালোই যাচ্ছিল তাদের কিন্তু কোনো একদিনের সুখের মুহূর্ত তাদের মৃত্যু ডেকে আনবে তা কি ভেবেছিলেন তারা।
কানাডার ওই দম্পতি মেক্সিকোর প্লেআকা প্যালেস হোটেলের বাথটাবেই একদিন যৌনসম্পর্কে যান। আর খোশমেজাজের চেহারার বদলে সেখান থেকে তারা বের হলেন লাশ হয়ে।
নিহত ওই দম্পতি হলেন চার্লস ম্যাকেঞ্জি (৬৭) ও স্ত্রী ডোরোথি (৬৩)। তবে কর্তৃপক্ষ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চার্লস। আর তার স্ত্রী ডোরোথি মারা যান বাথটাবে ডুবে শ্বাস বন্ধ হয়ে।
মঙ্গলবার তাদের লাশ উদ্ধার করা হয়। আর গতকাল ১২ নভেম্বর তাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তবে কেউ তাদেরকে খুন করলো কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন ওই দম্পতির এক আত্মীয়।