Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: ফ্রান্সের রাজধানী প্যারিসে একই সময়ে কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
লন্ডনে অবস্থানরত খালেদা এক বার্তায় বলেন, “প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুব্ধ। আমি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি এবং হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আমি আশা করছি।”
বিএনপি চেয়ারপারস নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
“আমি ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। সকল ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সব মানুষের পাশে আমরা আছি ও থাকব।”
শুক্রবার সন্ধ্যায় প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হয়।
হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ; বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত।
হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠী আইএসকেই সন্দেহ করা হচ্ছে।