Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

77খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: সারা পৃথিবীতে অস্থিরতা চলছে। বাংলাদেশেও এর ছিটে-ফোঁটা আসছে। তবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে রাখছি, এর জন্য ভয়ের কোনো কারণ নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে যে সন্ত্রাসী হামলা হয়েছে এ সম্পর্কে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশেও এ ধরনের কোনো হামলার আশঙ্কা আছে কিনা। তবে মন্ত্রী বাংলাদেশে এ ধরনের হামলার আশঙ্কা নাকচ করে দেন।
প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি দোষী হয়, যদি কোনো অন্যায় থাকে, তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ আমাদের সামনে আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা সরকারের সাফল্য বলেও দাবি করেন মন্ত্রী।
সর্বশেষ বাংলাদেশ উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার এক দিনের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের বেনাপোল স্থল বন্দরে তাকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর র‌্যাব হেফাজতে তাকে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে নিয়ে আসা হয় ঢাকার উত্তরায়, র‌্যাব সদরদপ্তরে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর নূর হোসেনকে সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদের কাছে হস্তান্তর করে র‌্যাব। দুপুরে তাকে কারাগারে পাঠায় নারায়ণগঞ্জের আদালত।