Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করে প্রথম বাংলাদেশকে সহায়তা দেবেন বলে জানিয়েছেন ব্যাংকটির মনোনীত প্রেসিডেন্ট জিন লিকুন।
শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতে এই প্রতিশ্র“তি দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
সাক্ষাতের পর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানান লিকুনকে।
শ্রমঘন শিল্পের উপর জোর দিয়ে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।
লিকুন বলেন, প্রথম দেশ হিসাবে বাংলাদেশকেই সহায়তা দেবে এআইআইবি; প্রাধান্য পাবে জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন।
ইহসানুল করিম বলেন, এসময় একসঙ্গে কাজ করলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দেশের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, “নাগরিকদের খাদ্যের চাহিদা পূরণ হওয়ায়, তারা এখন বিদ্যুৎ চায়।”
বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধির উপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, নদীর প্রবাহ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নদীগুলোর দুপাড়ের ভূমি উদ্ধারও করতে হবে।
বিসিআইএম করিডোরের কথা উল্লেখ করে খাদ্যশস্য, মাছ ও কৃষিজাত পণ্য রপ্তানির কথাও বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর কথা স্মারণ করে জিম লিকুন বলেন, শেখ হাসিনা ও তার পিতার মতো নেতা পেয়ে বাংলাদেশের জনগণের গর্ববোধ করা উচিত।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মূখ্য সচিব আবুল কালাম আজাদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।