খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: বিশ্বের সবচেয়ে শৌখিন মানুষের নজর থাকে যে ফ্যাশন শো’র উপর– সেই ভিক্টোরিয়া সিক্রেট অ্যানুয়াল ফ্যাশন শো ২০১৫ অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়র্কে। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় এই শো।
যারা সরাসরি এই অনুষ্ঠান দেখেছেন তাদের বাইরেও এই শো নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তাদের আগ্রহ পুরণে আগামী আট ডিসেম্বর এটি উন্মুক্ত করা হবে। সাধারণত আগ্রহীদের নজর থাকে অন্তর্বাসের এই জনপ্রিয় ব্র্যান্ডের নয়া মুখ কে হবেন তাঁর দিকে। এবছর সাফল্যের সঙ্গে দর্শকদের সামনে উপস্থিত করা হয় ব্র্যান্ডের নয়া মুখকে।
এবছর যারা এই ব্র্যান্ডের মুখ হয়েছেন তাঁরা হলেন, গিগি হা“ি, কেন্ডাল জেনার। নতুন মুখেদের পাশাপাশি ফ্যাশন সম্রাজ্ঞী অ্যালেক্সজান্দ্রা অ্যামব্রসিও, আদ্রিয়ানা লিমার মতো মডেলরা র্যাম্প মাতিয়ে রাখেন। বাড়তি পাওনা ছিল সেলেনা গোমেজের পারফরমেন্স।
র্যাম্পে সবচেয়ে দামী অন্তর্বাস পরে যিনি হেটেছেন তার অন্তর্বাসটি ছিল হিরা জহরতে মোড়ানো।