Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা12239919_141959696162142_3693930201181825102_n বা12241416_141959646162147_1520843093953553936_nজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫:বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা ।আরিফুল ইসলাম জিয়া- সভাপতি, মোঃ ফারুক হোসেন রুদ্র- সাধারণ সম্পাদক সভাপতি আরিফুল ইসলাম জিয়া,সিনিয়র সহ সভাপতি নুরে আলম সিদ্দিকী,সহ-সভাপতি ইমরান সিকদার,সহ-সভাপতি দেওয়ান দেলোয়ারা কবির,সহ-সভাপতি মোঃ রিপন ভূইয়া,সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন মজুমদার,সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন রুদ্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আজিজুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হোসেন নাজিম,দফতর সম্পাদক মোঃ হোসেন, প্রচার সম্পাদক দিদার খন্দকার, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাজ, মহিলা বিষয়ক সম্পাদিকা দেওয়ান মাহমুদা আক্তার লিটা,ছাত্র বিষয়ক সম্পাদক ওলী উল্লাহ খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা সালাউদ্দিন।

আগামী ৩ মাসের মধ্যে ঢাকা মহানগর এবং প্রতিটি থানা কমিটি পুনর্গঠনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে।