Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : সাংবাদিকতায় ন্যূনতম যোগ্যতা নির্ধারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার জাতীয় সংসদে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
প্রচলিত কোনো আইন বা নীতিমালায় সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার কোনো মানদণ্ড নেই জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “তবে অনেক সাংবাদিক রয়েছেন যারা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও পেশার প্রতি দায়বদ্ধ।
“বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।”
লিখিত প্রশ্নে সাংসদ মোস্তাক বলেন, “বর্তমানে সর্বত্র অসংখ্য সাংবাদিক দেখা যায় যাদের অনেকের সাংবাদিক হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই। ফলে আমাদের অনেক অবাস্তব ও অলীক সংবাদের মুখোমুখি হতে হয়।”
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও তথ্য মন্ত্রণালয় কর্তৃক সাংবাদিক হওয়ার জন্য কোনো ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা যায় কি না- সে প্রশ্ন রাখেন তিনি।